আশুলিয়ার জামগড়া এলাকায় বুলবুলি বেগম নামের এক পোশাক
শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকার কান্দাইল মৃধা বাড়ি থেকে
ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।
বুলবুলি জয়রপুরহাট সদর এলাকার বাদশা মিয়ার মেয়ে । সে আশুলিয়ার
ডেকো ডিজাইনের পোশাক শ্রমিক ছিল ও জামগড়ায় আশরাফুর হোসেনের
বাড়িতে ভাড়া থাকত বলে জানা যায়।
আশুলিয়া থানার উপ পরিদর্শক ( এস আই) আনোয়ার মোল্লা জানান,
স্থানীয়দের খবরের ভিত্তিতে কান্দাই এলাকায় মৃধা বাড়ির একটি কক্ষ
থেকে আড়ের সাথে বুলবুলির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। লাশটি
ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো
হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আত্বহত্যা। তবে ময়না তদন্ত
প্রতিবেদন পেলে এই বিষয়ে আরও নিশ্চিত হওেয়া যাবে।