শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়ার কালনা ফেরীঘাট এলাকায় সাইন বোর্ড প্রতিস্থাপনের
মধ্যদিয়ে নড়াইল জেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করলেন খুলনা বিভাগীয়
কমিশনার আবদুস সামাদ। গতকাল মঙ্গলবার দুপুরে এ সাইন বোর্ড
প্রতিস্থাপন করা হয়।
এ সময় সদ্য ভিক্ষাবৃত্তি পেশা পরিবর্তন করা বাদামবিক্রেতা লোহাগড়ার
কাশিপুর গ্রামের জন্মান্ধ ফারুকের কাছ থেকে বাদাম কেনেন খুলনা
বিভাগীয় কমিশনার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ,
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা,
লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, লোহাগড়া
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিকদার নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি
পেশার মানুষ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নড়াইল জেলাকে ভিক্ষুকমুক্ত করতে প্রায় এক
বছর যাবত অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান এবং তিনটি উপজেলার
ইউএনওসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন অনুদান, গবাদি পশু
প্রদানসহ ভিক্ষুকদের কাজে আত্মনিয়োগের মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার
চেষ্টা করেছেন।