আওয়ামী লীগের কাউন্সিলের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের সাফল্য কামনা করে তিনি জানান, আমন্ত্রণ পেলে বিএনপি এতে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আজ মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল। এর আগে থাইল্যান্ডের রাজা ভূমিবলের মৃত্যুতে থাইল্যান্ডের দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করতে সেখানে যান বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস অনেক সমৃদ্ধ আর এই সম্মেলনেও তারা তা ধরে রাখবে।’ সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দিয়ে তারা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আজ দেশে যে অবস্থা বিরাজ করছে, যে সংকট তৈরি হয়েছে, এ সংকট থেকে বেরিয়ে আসার জন্য যেহেতু আওয়ামী লীগ এখন সরকারে আছে উদ্যোগটা তাদেরই গ্রহণ করা উচিত। দেশে আবার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা, মানুষের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়া, এ দায়িত্ব তাদেরই পালন করা উচিত। আমরা আশা করব এ সম্মেলনের মধ্য দিয়ে তারা সে লক্ষ্যেই তাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করবে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি যদি আমন্ত্রণ পায়, তাহলে বিএনপি সিদ্ধান্ত নিবে যে যাবে কি না। কিন্তু এখন পর্যন্ত আমরা আমন্ত্রণ পাইনি।
মির্জা ফখরুল আরো বলেন, ‘কেবল সভা সমিতির ব্যাপারেই নয় সব ক্ষেত্রেই প্রায় গণতন্ত্র সংকুচিতই কেবল নয় গণতন্ত্র প্রায় নির্বাসিত হয়ে গেছে।