শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায়
নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীতে অভিযান পরিচালনা করা
হয়েছে। এসময় ৪৫ কেজি কারেন্ট জাল উদ্ধার সহ মেহেদি এবং
ওহিদুর মোল্যা নামে দুজন জেলেকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার(১৮ অক্টোবর)বিকালে
লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজার
নেতৃত্বে এ,এস,আই মাসুদুর রহমান ও এ,এস,আই ওবায়দুল্লা
মঙ্গলহাটা এলাকায় মধুমতি নদীতে অভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম রেজা জেলেদের কাছ থেকে ৫
হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
পরে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময়
উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, ভাইস
চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, উপজেলা মৎস্য অফিসার রণজিৎ
কুমার, শ্রাবণ মিডিয়ার প্রধান নির্বাহী শিমুল হাসান,
সাংবাদিক এস এম শরিফুল ইসলাম ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। মৎস্য অফিসার রণজিৎ কুমার
জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছের প্রজনন
রক্ষায় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।