রুবেল মাদবর
মুন্সীগঞ্জ প্রতিনুধি:
বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যদিয়ে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে ১৯ অক্টোবর দিনব্যাপী বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের ৬টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম.শওকত আলম মজুমদার, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুননেছা নাজমা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য ওয়াহিদুজ্জামান পান্নু, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বাহারুল আলম, মুন্সীগঞ্জ স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মু. আবুসাঈদ সোহান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম ও মো: নজরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন বালা।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গজারিয়া উপজেলার বড় রায়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-০ গোলের ব্যবধানে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। অপর খেলায় শ্রীনগর উপজেলার শ্রীনগর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে লৌহজং উপজেলার উত্তর দিঘলী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন শিল্পী। বিকেলে টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে সিরাজদিখান উপজেলার পূর্বশিয়ালদী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অপরদিকে, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় গজারিয়া উপজেলার বড় রায়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলের ব্যবধানে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকিশোরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অপর খেলায় লৌহজং উপজেলার বেজগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে শ্রীনগর উপজেলার আরদিপাড়া দীঘিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে গোল দু’টি করেন ইয়াছিন। বিকেলে টঙ্গিবাড়ী উপজেলার দিঘীরপাড় ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যবধানে সিরাজদিখান উপজেলার ছোট পাউলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলাগুলোতে বিপুল দর্শক সমাগম হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে সেমি-ফাইনাল ও বিকেলে ফাইনলা খেলা অনুষ্ঠিত হবে।