গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈর খলিফাপাড়া গ্রামের আমসের আলীর ছেলে
ওমর আলী (৩২) তার স্ত্রীকে তালাক দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
আহত ওমর আলীকে গত সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে এবং স্ত্রী স্বর্ণা বেগম (২৬) কে পুলিশ গ্রেফতার করেছে। স্বর্ণা বেগম
আনন্দনগর গ্রামের মৃত আতাহার আলীর মেয়ে।
গুরুদাসপুর থানার এসআই তারেকুল ইসলাম জানান, আড়াই মাস আগে স্বর্ণা বেগম
স্বামী সন্তান রেখে ওমর আলীর সাথে পরকিয়া প্রেমে বিয়ে হয়। পারিবারিক কলহের জের
ধরে গত রোববার সন্ধ্যায় স্বর্ণা বেগমকে গ্রাম্য শালিসের মাধ্যমে খোলা তালাক দেয়
ওমর। এতে স্বর্ণা বেগম ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে ধারালো অস্ত্র দিয়ে স্বামী ওমর
আলীকে কুপিয়ে জখম করেন।
ওসি দিলীপ কুমার জানান, এ ঘটনায় ওমরের পিতা তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের
করেছেন এবং স্বর্ণাকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।