সোহেল রানা,(হিলি) দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপূর উপজেলার হিলি সীমান্ত এলাকায় আজ বুধবার(১৯ অক্টোবর)
সকালে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা এবং ৩৫ বোতল ফেন্সিডিলসহ দুই
মাদক চোরাকারবারীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। হাকিমপুর থানার (ওসি)
আব্দুস সবুর জানান,আজ(বুধবার) সকালে হাকিমপুর পৌরসভা কার্যালয়ে পার্শে
অভিযান চালিয়ে রন্জু শেখ(৩০) কে ৩০ পিচ ইয়াবাসহ আটক করা হয়।অপরদিকে
উপজেলার বড় ডাঙ্গাপাড়ায় একটি অভিযান চালিয়ে পলাশ(২২) কে ৩৫ বোতল
ফেন্সিডিলসহ আটক করা হয়।আটক কৃত রন্জু শেখ হলেন বগুড়া জেলার শেরপুর
উপজেলার বিরল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে এবং পলাশ হলেন হাকিমপুর
উপজেলার ডাঙ্গাপাড়া মহল্লার রাকিব উদ্দিনের ছেলে।