সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় স্কুল ছাত্র আলীম উদ্দিনের (১৫)
বাম হাত ভেঙ্গে দিয়েছে একদল সন্ত্রাসী। সে উপজেলার বালিজুড়ী
ইউনিয়নের তিয়ারজালাল গ্রামের রাকিব আলীর ছেলে। এঘটনায়
আলীম উদ্দিনের বড় ভাই আজির উদ্দিন বাদী হয়ে আজ বিকালে
তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ ও স্থানীয়
সূত্রে জানাযায়,গত বুধবার (১৯,১০,১৬ইং) দুপুরে উপজেলার
বালিজুড়ী ইউনিয়নের তিয়ারজালাল গ্রামে আলীম উদ্দিন নিজ
বাড়ির পাশে রক্তি নদীতে গোসল করে বাড়ী ফেরার পথে পূর্ব শত্রুতার
জের ধরে পাশের বাড়ির মকবুল মিয়া,বাবুল
মিয়া,জনাঙ্গীর,মুনাঙ্গীর,শাহাঙ্গীর,জাহাঙ্গীর সহ ১০-১২জন
সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আলীম উদ্দিনের উপর হামলা
চালায়। এ সময় তার চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে
তাদের উপর হামলা চালায় ঐ সন্ত্রাসীরা। পরে সন্ত্রাসীরা অবস্থা খারাপ
দেখে পালিয়ে যায়। এতে ৭জন আহত হয়। গুরুত্ব আহত অবস্থায় স্কুল
ছাত্র আলীম উদ্দিন কে স্থানীয় লোকজন উদ্ধার করে তাহিরপুর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবং অন্যান্য আহতদের প্রাথমিক
চিকিৎসা দেওয়া হয়েছে। উল্লেখ্য,গত-০৩,১০,১৬ইং তারিখে ঐ
সন্ত্রাসীদের বিরোদ্ধে আরেকটি মামলা রয়েছে। মামলা নং ৬।
তাহিরপুর থানার ওসির দায়িত্বে থাকা এস আই নুরুল ইসলাম
জানান,শুনেছি অভিযোগ এখনো পাই নি অভিযোগ পেলে
প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।