রুবেল মাদবর,
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জে ড্রাগ লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয় করার অপরাধে ৮টি ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে মুন্সিগঞ্জ পৌর সুপার মার্কেটে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তানিম ফার্মেসীকে সিলগালা, হালিম ফার্মেসীকে ২ হাজার টাকা, ক্ল্যাসিক ফার্মেসীকে ৫,০০০ টাকা, সৌরভ ফার্মেসীকে এক কে ২০,০০০ হাজার টাকা, সৌরভ ফার্মেসী দুইকে ৫,০০০ হাজার টাকা,সততা ফার্মেসীকে ৫০০টাকা, মুন্সিগঞ্জ মেডিকেল হল ৫,০০০টাকা, জান্নাত ফার্মেসীকে ২০,০০০টাকাসহ ৮ টি ঔষধের দোকানকে মোট সর্ব ৫৭,৫০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযানকালে ঐষধ প্রশাসন কর্মকর্তা শিকদার কামরুল ইসলাম, মুন্সিগঞ্জ সদর খানার এস আই শাহাদাৎসহ জেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ড্রাগলাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন ঔষধ বিক্রি না করার জন্য দোকানদারদের অনুরোধ করেন। সেই সঙ্গে ফার্মাসিস্ট না পাওয়া পর্যন্ত নিজ দায়িত্বে দোকান বন্ধ রাখার ঘোষনা দেন। অন্যথায় দোকান সিলগালা ও ঔষধ জব্দ করা হবে বলে হুশিয়ারি দেন। উল্লেখ্য লাইসেন্স বিহীন ফার্মেসীতে ফার্মাসিস্ট লাইসেন্সবিহীন লোক দিয়ে ঔষধ বিক্রির বিষয়ে বিভিন্ন অনলাইন ও পত্র- পত্রিকায় রিপোর্ট হওয়ার পর জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে বৃহস্পতিবিার (২০ অক্টোবার) এই অভিযান পরিচালনা করেন।