ফাইদুল ইসলাম,পীরগঞ্জ (ঠাকুরগাও) থেকে ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৭নং
হাজীপুর ইউপি ইউনিয়নে নাশকতার আশঙ্কায় পুলিশও র্যাব মোতায়ন করা
হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর করা
টহল চোঁখে পরেছে বলে জানান ইউনিয়নবাসী ।এতে পুরো ইউনিয়ন
জুড়ে বেশ চাঞ্চল সৃষ্টি হয়েছে অনেকে মামলার ভয়ে এলাকা ছাড়া হয়েছে ।
৭ নং হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়াম্যান জয়নাল আবেদিন জানান ,
দ্রুত বিচার আইনের মামলা ২৩/১০২ তাং ২৭/০৪/২০১৬ এর অভিযোগ পত্র
আদালেেত গৃহীত হওয়ায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়নও সমবায় মন্ত্রনালয় ২৪
আগস্ট ২০১৬ সিদ্দিকুর চেয়ারম্যানকে সাময়িক বরখাস্থ করা করেছিল।উক্ত
আদেশকে চ্যালেঞ্জ করে বরখাস্থ থেকে আবার চেয়ারম্যান বহালের চিঠি পেলে
নবনির্বাচিত চেয়ারম্যানের লোকজনরা নাশকতার জন্য বিভিন্ন রকমের বম,
আতসবাজী সহ বারুদ জাতীয় দ্রব্য দিয়ে ভেবরা বোর্ডহাট ও গোগর
পটুয়াপাঁড়া নামক স্থানে কয়েকজন জনসাধারনের ওপর হামলা করেন তাই
আমি নিরাপত্তার জন্য ইউএনও সাহেবকে বললে তিনি আইন শৃঙ্কলাবাহিনী
মোতায়ন করেন। স্থানীদের মধ্যে হারেসুর,
বাদশা,চৈতু,লুৎফর,সোহাগ,নবাবসহ আরো কয়েকজন জানান, দবিরুল
মেম্বার,আবেদ আলী মো. সুমন,সাইদুর, গফ্ধসঢ়;ফার সহ আরো কয়েকজন এ
ঘটনা ঘটিয়েছে ।
এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান,আমার
লোকজনরা কোন প্রকার নাশকতা করে নাই বরং আমি বর্তমান চেয়ারম্যান
হয়েও আমার লোজনরা তাদের কাছে প্রতিমহুর্ত লাঞ্চিত সহ মামলার শিকার
হয়েছে ।আসলে সব মিথ্যা বানোয়াট আমার চেয়ারম্যানী আমি
কোর্টের মাধ্যমে ফিরে পাওয়াতে তাদের গাত্রদাহ হচ্ছে।আমার লোকজনরা
ভুটকা যেগুলো বিয়ে বাড়িতে ফুটিয়ে আনন্দ করে সেগুলো ফুটিয়েছে
এটা কোন নাশকতা নয়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান মোবাইল ফোনে
জানান,এটা তেমন বড় বিষয় না আমি নিজে তদন্ত করতে এসেছি ।