মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় ভারতীয় দুলহান ব্র্যান্ডের নকল তেল তৈরির কারখানার সন্ধান
মিলেছে। উপজেলার মিশ্রীপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে তৈরি করা হচ্ছিল এসব তেল ।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ
আহমদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এক অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার
কাঁচামালসহ বিভিন্ন উপকরন জব্দ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ১০ দিন পূর্বে নাটোর সদর উপজেলার দত্তপাড়া
এলাকার আব্দুর রাজ্জাক মোল্লা নামের এক ব্যক্তি বাগাতিপাড়ার মিশ্রিপাড়া মধ্যপাড়ার
আজিজুর রহমানের আশা ও মাইশা ভিলা নামের বাড়ি ভাড়া নিয়ে ভারতীয় দুলহান ব্র্যান্ডের
কেশতেল তৈরি করে বাজারজাত করছিলো। এ কারখানায় দুলহান ব্র্যান্ডের হারবাল, কেশকালা ও
ব্ল্যাক বিউটি নামের তিন ধরনের তেল তৈরি করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর
পেয়ে ভ্রাম্যমান আদালত থানা ও গ্রাম পুলিশকে সাথে নিয়ে সেখানে এক অভিযান
চালিয়ে নকল দুলহান তেলের ৫ হাজার ১৮৪ বোতল, তৈরির যন্ত্রপাতি, রাসায়নিক ক্যামিকেল,
স্টিকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করে থানায় নেওয়া হয়। এসময় বাড়িতে
কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।