নাটোর প্রতিনিধি,
দেশ প্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন শ্লোগানকে সামনে রেখে নাটোরে
দূর্নীতি প্রতিরোধ বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা
দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্বোগ্যে আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে উক্ত মত বিনিময় সভার আয়োজন করে। এসময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য
রাখেন জেলা প্রশাসক খলিলুর রহমান। আয়োজক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের
সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা পুলিশ সুপার
শ্যামল কুমার মুখার্জী, স্থানীয় সরকারের উপ-পরিচালক এনামুল হক এবং নাটোর
প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা। বক্তারা দাবী করেন, দেশের প্রায় প্রতিটি
সেক্টরেই দূর্নীতি প্রবেশ করেছে যা আমাদের ব্যক্তি,সামাজিক ও জাতীয় উন্নতির পথে
প্রধান বাধা। এই দূর্নীতিকে মূলোৎপাটন করতে না পারলে নির্ধারিত সময়ের মধ্যে
দেশকে মধ্যম আয়ের ও উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় বলে মন্তব্য করে
বক্তারা দূর্নীতি প্রতিরোধে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার জন্য সকল
কে আহ্বান জানান। এসময় উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা,
সাংবাদিক ও নেতৃস্থানীয় ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।