সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ-রানিহাট আঞ্চলিক সড়কের বিনসাড়া বাজারের সামনে সরকারী জায়গার গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,শুক্রবার ভোর সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের মৃত.আছেব আলীর ছেলে মো.শাহ্ জামান (৩৫) একটু প্রভাব শালী হওয়ায় দিনে দুপুরে সরকারী জায়গার ৩টি গাছ কাটেন। এ ব্যাপারে তার সাথে কথা বললে তিনি গাছ কাটার কথা শিকার করে বলেন আমি গাছ কেটেছি তাই কি হয়েছে। এ বিনসাড়া বনরক্ষা কমিটির সভাপতি,ইকবাল মাহমুদ টুকু বলেন,আমাদের বনবিভাগ থেকে ৩০ জনের একটা কমিটি করে দেয়। তার পরও আমরা রাস্তার গাছের একটা ডালও কাটিনা । আর এরা কিভাবে গাছ কাটে বুঝতে পারিনা।এ ব্যাপারে তাড়াশ উপজেলার সহকারি কমিশনার(ভুমি) বলেন,আমি বিষয়টি শুনেছি খুব দ্রত ব্যবস্থা নেব।