মোঃনুরুজ্জামাণ থানা প্রতিনিধি ঢাকাঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহামনের নামে প্রধানমন্ত্রীর কটুক্তিকর বক্তব্যও প্রতিবাদে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন যুবদল এ বিক্ষোভ মিছিল করেছে।
গতকাল প্রেসক্লাবে সাংবাদিকদের ইফতার পার্টিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার পুত্র এবং বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কুলাঙ্গার। লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ব্রিটিশ সরকার কেন তাকে সেখানে জায়গা দিয়েছে জানি না।
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এম এম জাহাঙ্গিরসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।