সাপাহার(নওগাঁ)প্রতনিধি : গুপ্ত হত্যা ও জঙ্গীবাদের বিরুদ্ধে দেশব্যাপী
প্রতিরোধ গড়ে তোলার লক্ষে নওগাঁয় মানববন্ধন পালন করা হয়েছে। বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সাংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড এর উদ্যেগে রবিবার বিকেলে
ঘন্টাব্যাপী নওগাঁ শহরের লিটন ব্রীজে এ কর্মসূচী পালিত হয়।
নওগাঁ জেলা ইউনিট কমান্ড হারুন অল রশিদের সভাপতিত্বে এ সময় জেলা ডেপুটি
কমান্ডার আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদর
উপজেলা কমান্ডার গোলাম সামদানী, পৌর ডেপুটি কমান্ডার এবিএম রফিকুল ইসলাম
প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমরা মুক্তিযোদ্ধারা পাকিস্থানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ
স্বাধীন করেছি। স্বাধীনতার ৪৫ বছর পর আবারও জঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে
হচ্ছে। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছাড়াও সকল মুক্তিযোদ্ধাদের হত্যার বিচার
নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। মানববন্ধনে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধা
উপস্থিত ছিলেন।