পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলাবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অ্যাডাম সুবিন ওয়াশিংটনে আয়োজিত অনুষ্ঠানে এ অভিযোগ করেন। তিনি পাকিস্তানকে সতর্ক করে বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র একাই দেশটিতে গেঁড়ে বসা সন্ত্রাসের নেটওয়ার্ক ধ্বংস করতে পদক্ষেপ নেবে।
অ্যাডাম সুবিন বলেন, ‘সমস্যা হচ্ছে, পাকিস্তানের সরকারে এমন বাহিনী আছে, বিশেষ করে আইএসআই, তারা পাকিস্তানে তৎপর জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে অস্বীকার করেছে।’
সুবিন আরো বলেন, ‘আমরা পাকিস্তানে আমাদের অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি, তাদের দেশে তৎপর সব সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে তারা যেন ব্যবস্থা নেয়। তবে সন্ত্রাসীদের অর্থায়ন মোকাবিলায় পাকিস্তানের সঙ্গে কাজ করতে আমরা অঙ্গীকারবদ্ধ হলেও, প্রয়োজন হলে সন্ত্রাসীদের বিরুদ্ধে একাই পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র দ্বিধাবোধ করবে না।’
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি বলেন, ‘অবশ্যই স্কুল, মার্কেট, মসজিদে সন্ত্রাসী হামলার মধ্য দিয়ে পাকিস্তান স্বয়ং নির্মম হামলার শিকার।’
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, ‘পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটির বিরুদ্ধে অভিযান চালিয়ে সফল হয়েছে দেশটি। ইসলামিক স্টেটকে (আইএস) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে দেশটি। তেহরিক-ই-তালিবান বা টিপিপির কার্যক্রম ও অর্থায়ন বন্ধ করেছে তারা।’ তিনি বলেন, তবে সমস্যা হলো আইএসআই সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে।