মিডিয়া ডেস্ক : ভারতে অনুষ্ঠান চলাকালীন বেসরকারি রেডিও চ্যানেলের শুভম কেচে (২৩) নামের এক আরজের মৃত্যু হয়েছে। চ্যানেলটির নাগপুরের অফিসে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডি টিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো নিজের অনুষ্ঠান করতে অফিসে যান শুভম। সকাল সাড়ে ৯টায় শুরু হয় তার অনুষ্ঠান। ‘হাই নাগপুর’- শুধু এই শব্দটুকুই বলতে পেরেছেন শুভম। এরপরই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে শুভমকে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।
স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর প্রায় ১০ থেকে ১৫ মিনিট আগে রেডিও জকির মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, অস্বাভাবিক মৃত্যুর কারণে শুভমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রেডিও জকির।