চট্টগ্রাম টেস্টে জয়ের জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ২৮৬ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২০০ রান সংগ্রহ করে ফেলেছে বাংলাদেশ। অন্যদিকে পাঁচ উইকেট তুলে নিয়ে জয়ের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ইংল্যান্ডের বোলাররাও। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর : ২০০/৫। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আর ৮৬ রান।চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে মাত্র পাঁচ ওভার ব্যাটিং করেই দুটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ২৪০ রানে। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৮৬ রান। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৯ ওভার নির্বিঘ্নেই কাটিয়েছিলেন তামিম ও ইমরুল কায়েস। কিন্তু দশম ওভারে মইন আলীর বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তামিম। প্রথম ইনিংসে ৭৮ রানের পর দ্বিতীয় ইনিংসে করতে পেরেছেন মাত্র ৯ রান। তামিম শুরুতেই সাজঘরে ফিরলেও ৬১ বলে ৪৩ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়ে গেছেন ইমরুল। দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে সঙ্গে নিয়ে গড়েছিলেন ৪৬ রানের জুটি। কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি ইমরুল। আদিল রশিদের শিকার হয়ে ফিরে গেছেন ইনিংসের ২১তম ওভারে।মধ্যাহ্নবিরতির পর বাংলাদেশকে জোড়া ধাক্কা দিয়েছেন গ্যারেথ ব্যাটি। নিজের টানা দুই ওভারে সাজঘরে ফিরিয়েছেন মুমিনুল হক ও মাহমুদউল্লাহকে। ২৭ রান করে আউট হয়েছেন মুমিনুল। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ১৭ রানের ইনিংস। পঞ্চম উইকেটে ৩২ রানের জুটি গড়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। কিন্তু দলীয় ১৪০ রানের মাথায় মইন আলীর শিকারে পরিণত হয়েছেন সাকিব। ফিরে গেছেন ২৪ রান করে। ষষ্ঠ উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উইকেটে আছেন মুশফিক ও সাব্বির রহমান।চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৯৩ রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৪৮ রানে। ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখিয়েছেন তামিম ইকবাল, অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। তামিম খেলেছেন ৭৮ রানের লড়াকু ইনিংস। মাত্র ২ রানের জন্য অর্ধশতক পূর্ণ করতে পারেননি মুশফিক। মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৩৮ রান।