অনলাইন ডেস্ক:
অপ্রচলিত তরঙ্গমাধ্যম ব্যবহার করে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বাংলা ও উর্দু ভাষায় কথাবার্তা বলার সংকেত পাওয়া গেছে।বিষয়টি সন্দেহজনক হওয়ায় তরঙ্গ নির্ণয়ক ‘হ্যাম রেডিও’ ব্যবহারের মাধ্যমে ভারতের বিশেষজ্ঞদল কাজ করছে।ভারতের পত্রিকা ইকোনমিক টাইমসের অনলাইনে রোববারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্তের বশিরহাট ও সুন্দরবন এলাকা থেকে অপ্রচলিত তরঙ্গ ব্যবহার করে কোনো যোগাযোগমাধ্যমের সাহায্যে কথোপকথন চলার সংকেত পাওয়া গেছে। এই কথোপকথনের সময় বাংলা ও উর্দু ভাষা ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়।এ বিষয়ে বার্তা সংস্থা পিটিআইকে বেঙ্গল অ্যামেচিউর রেডিও ক্লাবের সেক্রেটারি অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, ‘এই ঘটনা উচ্চতর সন্দেহজনক ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। কারণ, ওই কথাবার্তা চলার সময় যখনই আমরা শোনার চেষ্টা করেছি, তখনই তারা কথা বলা বন্ধ করে দিয়েছে। এর পর একটা নির্দিষ্ট সময় পর তারা আবারও কথা বলা শুরু করেছে। তারা বাংলা ও উর্দু ভাষা ব্যবহার করে যোগাযোগ করেছে।’অম্বরিশ নাগ আরো বলেন, ‘যারা কথা বলেছে, তারা বাংলাদেশের কোনো আঞ্চলিক ভাষা ব্যবহার করেছে। আমি এ ধরনের কথোপকথন সংরক্ষণ করতে রেডিও ক্লাবের সদস্যদের বলি। গত জুন মাসে ও এই দুর্গাপূজার উৎসবের সময় এ ধরনের আলাপচারিতা চলেছে।’
এ ধরনের সংকেত চিহ্নিত করতে ও সংরক্ষণের জন্য ২৩ সদস্যের একটি দল কাজ করছে বলে জানান অম্বরিশ।