আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের নির্বাচিত হওয়ায় বিএনপিরমহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ রবিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে ছিলেন মির্জা ফখরুল। এ সময় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন ঘোষণা হয় ওই দুই শীর্ষ নেতার নাম। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি নেতা তাদের অভিনন্দন জানান।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের দলের নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।উল্লেখ্য, আজ রবিবার বিকেলে দলের সম্মেলনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন। আর ওবায়দুল কাদের প্রথম বারের মতো দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এই কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচিত হলেন।