শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলের লোহাগড়ায় কাশিয়ানী এম এ খালেক ডিগ্রী কলেজের
অধ্যাপক ও সাংবাদিক এ কে এম ফিরোজ আহম্মেদ এর প্রথম মৃত্যু
বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকালে লক্ষীপাশা আর এল পাশা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সচেতন নাগরিক মঞ্চ (সনাম) ও
লোহাগড়ার সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাডঃ আব্দুস
ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় প্রধান অতিথি
হিসেবে বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের
সাবেক অধ্যক্ষ কাজী ইবনে হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
সনাম এর সাধারন সম্পাদক যশোর আব্দুর রাজ্জাক কলেজের অধ্যাপক
বেলাল সানি, প্রয়াত ফিরোজ আহম্মদের স্ত্রী লক্ষীপাশা আদর্শ
মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক কামরুন নাহার কাজল ,কাশিয়ানী
উপজেলা জাসদের সভাপতি মো ফায়েকুজ্জামান, সাংবাদিক
আকরামুজ্জামান মিলু, উপাধ্যক্ষ দীলিপ কুমার সাহা , প্রভাষক
সহেলী সাহরিয়ার, মনিউর রহমান জিকু,বি এম লিয়াকত হোসেন,
শিক্ষক সাহিদুর রহমান,হান্নœান বিশ্বাস প্রমুখ। বক্তারা অধ্যাপক
ফিরোজ আহম্মদের জীবন ও কর্মের নানাদিক নিয়ে আলোচনা
করেন। তিনি অধ্যাপনার পাশাপাশি সমাজতান্ত্রিক দল জাসদ
রাজনীতির সঙ্গে জড়িত এবং দৈনিক সমকাল পত্রিকার কাশিয়ানী
উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।