ঝালকাঠির আওড়াবুনিয়া ইউনিয়নের উত্তর চরাইল
গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই জনকে কুপিয়ে ও পিটিয়ে
জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে। আহত সোহেমান হাওলাদার
(২৪) ও নান্না মিয়া (৪৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে আহত সোহেমান হাওলাদার এর বাবা
মোদাচ্ছের আলী বাদি হয়ে মারধরের অভিযোগ এনে কাঁঠালিয়া থানায়
মামলা করেছেন। এঘটনায় সাইফুল ইসলাম নামের নামের এক ব্যক্তিকে পুলিশ
গ্রেফতার করেছে। অভিযোগ সুত্রে জানাগেছে, উত্তর চরাইল গ্রামের
সোহেমান হাওলাদার গত বৃহস্পতিবার বিকেলে তাদের নিজেদের জমিতে
গাছ লাগাচ্ছিল। এসময় পাশ্ববর্তী মহিদুল, ওবায়েদুল, সাইফুল দলবল নিয়ে
এসে বাঁধা দিয়ে সোহেমান হাওলাদার ও নান্না মিয়াকে জখম করে।