নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত
আসামীসহ ৫ মাদক ব ̈বসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে
উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তারাব ভুইয়াপাড়া এলাকার নুরু৩⁄৪ামানের ছেলে
আজম, কামশাইর এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে ইসমাইল হোসেন, মজিব
ভুইয়ার ছেলে লাট ভুইয়া, পুর্বগ্রাম এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে দেলোয়ার
হোসেন ও রাজধানীর উত্তর বাড্ডা থানার বেড়াইদ এলাকার ফরিদ মিয়ার ছেলে শওকত
মিয়া। এদের মধে ̈ আজম মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী। রূপগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দীর্ঘ দিন পলাতক থাকা ৬
মাসের সাজাপ্রাপ্ত আসামী আজমকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া কামশাইর এলাকা থেকে ৩০ পিছ ইয়াবাসহ ইসমাইল ও লাট ভুইয়াকে,
পুর্বগ্রাম এলাকা থেকে ২৫ পিছ ইয়াবাসহ শকত মিয়াকে ও ৩৭ পিছ ইয়াবাসহ
দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। এ ব ̈পারে রূপগঞ্জ থানায় পৃথক ৩টি মাদক
দধবে ̈ নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো
হয়েছে বলেও জানান ওসি।