মোঃ আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর)ঃ-
দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন কৃষানের
ছদ্মবেশ ধারন করে ৬০ বোতল ফেন্সিডিল সহ ৩ জন ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাণীগঞ্জ-ডুগডুগী সড়কে জোড়া
ব্রীজ নামক স্থানে ওই ৩ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করে। জানা যায়, মঙ্গলবার
সকাল ৮টায় ৩ জন ফেন্সিডিল ব্যবসায়ী ঘোড়াঘাট উপজেলার ডুগডুগী থেকে
অটোরিক্সা যোগে ফেন্সিডিল নিয়ে রাণীগঞ্জ বাজারে যাচ্ছে এ সংবাদ ঘোড়াঘাট
থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনকে মোবাইল ফোনের মাধ্যমে অবগত করা
হয়। এ সংবাদ পেয়ে ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন,
এস,আই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সংগে নিয়ে লুঙ্গি ও ছেঁড়া জামা পড়ে ও
মাথায় পাগড়ী বেঁধে কৃষানের ছদ্মবেশ ধারণ করে। উপজেলার রাণীগঞ্জ মহিলা
ডিগ্রী কলেজ রোডের জোড়া ব্রীজ নামক স্থানে রাস্তার পার্শ্বে জমিতে ঘাস
তোলার কাজ করছিল। সকাল সাড়ে ৯টায় ওই তিনজন ফেন্সিডিল বহনকারী অটোরিক্সায় ৬০
বোতল ফেন্সিডিল সহ উল্লেখিত স্থানে পৌছিলে তাদেরকে হাতে নাতে আটক করে।
গ্রেফতার কৃতরা হলো দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বইগ্রামের মৃত
সোনারাজ আলীর পুত্র আনছেল আলী (৪৬), মৃত আক্কেল আলীর পুত্র মতিয়ার রহমান (৬০) ও
সারোয়ার হোসেনের পুত্র বাবলু মিয়া (৪৫)। থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।