জাহাঙ্গীর আলম ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় শ্লীলতাহানী ও আপত্তিকর
প্রস্তাবে সাড়া না দেয়ার জেরে এসএসসির প্রস্তুতি মূলক পরীক্ষায়
হল থেকে স্কুলের মেধাবী (রোল-০১) ছাত্রীকে বের করে দেয়ার ঘটনায়
অভিযুক্ত সেই শিক্ষককে ভ্রাম্যাম্যান আদালতের বিচারক ৬ মাসের
কারাদন্ড প্রদান করেছেন। ইভটিজিংয়ের শিকার ওই মেধাবী
ছাত্রীটি ভ্রাম্যাম্যান আদালতে হাজির হয়ে সকলের সামনে শিক্ষকের
কান্ড গুলি উপস্থাপন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেলা
১২টায় ইভটিজিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই অভিযুক্ত
শিক্ষকে কারাদন্ডা দেশ প্রধান করেন তাসলিমা আহমেদ পলি।
দন্ডপ্রাপ্ত শিক্ষকের নাম মোস্তফা রকিব ভুঁইয়া। তিনি আলহাজ্ব
ঝুনু মিয়া উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক ও পার্শ্ববর্তী
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের মহেষপুর গ্রামের রিয়াজ
আহমদের ছেলে। ভ্রাম্যমান আদালত চলাকালেও উপজেলা চেয়ারম্যান ও
গণ্যমান্য ব্যক্তিবর্গগণও স্থানীয় সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এই রায়
প্রধান করেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত থাকা,স্থানীয়
গনমাধ্যম কর্মী সহ থানা পুলিশের সামনেই রায়ের বিরুদ্ধে
আপিল করবেন বলে জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক মোস্তফা এতিম ওই
মেধাবী ছাত্রীকে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ভাবে অঙ্গভঙ্গী প্রদর্শন
সহ উত্তোক্ত করে আসছিলেন। লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার আংশকায়
শিক্ষকের বিরুদ্ধে মুখ খোলেনি ওই ছাত্রীটি। কিন্তু ওই শিক্ষকের কু-
নজরের মাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে
এসএসসির প্রস্তুতি মূলক পরীক্ষায় অংশ নেয়া ওই ছাত্রী আপক্তিকর
প্রস্তাবে সাড়া না দেয়ায় ইংরেজি পরীক্ষা চলাকালীন অহেতুক ওই
শিক্ষক তার খাতায় ক্রস চিহ্ন এঁকে দিয়ে কিছুক্ষণের জন্য বের করে
দেয়। বিষয়টি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে অবহিত করা হলে তিনি
শুক্রবার বিকালে স্কুল মাঠে এ নিয়ে সালিশ বৈঠকে বসেন। এ সময়
স্কুলের শিক্ষার্থী,শিক্ষক এবং খোদ উপজেলা চেয়ারম্যানের সামনে
অভিযুক্ত স্কুল শিক্ষক ও চেয়ারম্যানের লোকজন ছাত্রীর চাচা আশরাফ
হোসেন রুপনকে (ইভটিজিংয়ের প্রতিবাদকারী) বেধড়ক
পিটিয়ে আহত করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা
আহমেদ পলি বলেন,ওই স্কুল ছাত্রী কতৃক শিক্ষকের বিরুদ্ধে আনা
শ্লীলতাহানীর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ভ্রাম্যমাণ
আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।