সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকে:সিরাজগঞ্জের তাড়াশে ১০
লিটার দেশী চলাই মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাড়াশ
থানার এস আই নিয়ামুল সরকার জানান, মঙ্গলবার বিকালে উপজেলার বোয়ালীয়া
গ্রাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রী পরেশ কর্মকার এর ছেলে
দাগী মাদক ব্যবসায়ী শ্রী বিপল্লব কর্মকার (৩০) কে হাতে নাতে আটক করা
হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নামে থানায় মাদকদ্রব আইনে মামলা দায়েরের
প্রস্তুতি হচ্ছে।জানা যায় এই আটক মাদক ব্যবসায়ী দির্ঘদিন যাবৎ মাদক ব্যবসা
করে আসছিল। এর জন্য এলাকার যুব সমাজ হাতের নাগালে মাদক পাওয়া নস্ত
হয়েযাচ্ছিল। এলাকার রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় তাকে গেপ্তার করতে সফল
হয়েছে বলে জানা যায়।