গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে জাতীয়
স্যানিটেশন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার সকাল ১০টায় জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী পুলক
কুমার সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা
সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে
আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী,
উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য
রাখেন। সবশেষে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে র্যালীতে অংশগ্রহণকারী শিক্ষক-
শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি দেখানো হয়।