রুবেল মাদবর, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে ৮ বোতল ফেন্সিডিল সহ একাধীক মাদক মামলার আসমীকে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। গতকাল রাত পৌনে ১০ টায় আসামীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মুন্সীগঞ্জ সদর থানাধীন দক্ষিন ইসলামপুর গ্রামের সওকত বেপারীর ছেলে মালেক বেপারী (৫০)।
পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের এস আই সুব্রত দেবনাথ ও এস আই সালাম এর নেতৃত্তে সঙ্গিয় ফোর্স সহ তাকে আটক করতে সক্ষম হই।
উল্লেখ্য আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় ৭ টি মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের এস আই সুব্রত দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর কাছ থেকে ৮ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। ইতোপুর্বে আসামীর বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।