রোমাঞ্চিত প্রথম টেস্টের পর শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও অতিথি ইংল্যান্ড। গেলো টেস্টের আক্ষেপ ভুলে এবার ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা বাংলাদেশ অধিনায়ক মুশফিকের। সেই সাথে প্রতিপক্ষকে ঘায়েল করতে স্পিন নির্ভর দল সাজানোর পরিকল্পনা টাইগারদের।অন্যদিকে, জয়ের ধারায় থাকার প্রত্যয় ইংলিশ অধিনায়ক অ্যালিষ্টার কুকের। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দু’দলের ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
মনি মুক্তো কিংবা কোন গুপ্ত ধনের খোঁজে নন বাংলাদেশ অধিনায়ক ও কোচ হাথুরুংসিংহে। মিরপুরের উইকেটে দুর্বিণ দৃষ্টি রেখে গবেষণা উইকেটের চরিত্র নিয়ে। কারণ, চট্টগ্রাম টেস্টের উইকেট স্পিনারদের পক্ষে কথা বলায়। আভিজাত্যের টেস্ট জয়ের খুব কাছে গিয়েও, রাজ্যের হতাশার সাথে সন্ধি করতে হয়েছে মুশফিকের দলকে। তাই কিনা হোম কন্ডিশনের ফায়দা নিয়ে চট্টগ্রামের আহত বাঘেরা ঢাকায় স্বপ্নের বাস্তবায়ন দিতে মরিয়া।
‘আমরা জানি, ইংল্যান্ড অনেক কঠিন দল। তবে আগের টেস্টটা ভালো খেলেছি। চেষ্টা করবো আগের টেস্টের ইতিবাচক বিষয়গুলো নিয়ে নতুন করে শুরু করবো। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতে পারলে আশা করি ভালো ফলাফল আসবে।’ বলছিলেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।
ক্রিকেট আকাশে গুঞ্জন এক পেসার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। তাহলে হয়তো মোসাদ্দেক ও শুভাশিসের অভিষেক হতে যাচ্ছে। তবে, সকালে উইকেট বলে দেবে বাকিটা।
অন্যদিকে, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স ইংলিশদের গবেষণাগারে। স্বাগতিকদের স্পিন ভীতি তাড়িয়ে বেড়াচ্ছে অ্যালিস্টার কুকের দলকে। তাই সেরা একাদশে তিনটি পরিবর্তন নিয়ে বাংলাদেশ মিশনে নামবে ইংলিশরা।
‘বাংলাদেশ খুবই ভাল ক্রিকেট খেলছে। হোম কন্ডিশনে তারা বরাবরই অসাধারণ দল। তাদের স্পিনাররা অনেক পরিণত। আর স্পিনের ব্যাপারটি মাথায় রেখেই আমারাও প্রস্তুতি নিয়েছি। আশা করছি শেষ টেস্টে জয় নিয়ে ফিরবো আমরা।’ বলছিলেন ইংলিশ অধিনায়ক এ্যালিস্টার কুক।
এ পর্যন্ত মিরপুরে ১৪টি টেস্টে খেলে বাংলাদেশের এক জয়ের বিপরীতে ৩ ড্র আর হার ১০টি টেস্টে।
এইতো কদিন আগেও অন্য সবার মতো দেশের গণমাধ্যমগুলোও বলতো, এলিট ক্রিকেটে ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে টেস্টে ড্র করাটাই অন্যতম প্রাপ্ত বাংলাদেশের জন্য। কিন্তু সংবাদের পাতার এমন খবরের গাঁথুনি উল্টে গেছে টাইগারদের আপসহীন পারফরম্যান্সে। চট্টগ্রাম টেস্টে দগ্ধ আর মুগ্ধ হবার পর এদেশের লক্ষ-কোটি ক্রিকেট পিয়াসীরা চাতক পাখির মতো চেয়ে আছে লাল সবুজের এই স্বপ্ন সারথিদের দিকে।