মোঃ আশিকুর রহমান(টুটুল), নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে মাছ শিকারে অবৈধভাবে দেওয়া বাঁশের বাঁধ উচ্ছেদ
করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকালে উপজেলার তমালতলা এলাকায় এক অভিযান চালিয়ে
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এর আদালত এ মাছ শিকারের
অবৈধ বাঁধ উচ্ছেদ করে। আদালত সুত্রে জানা যায়, বড়াল নদীতে বাঁশের অবৈধ বাঁধ দিয়ে মাছ
শিকার ও মাছের স্বাভাবিক গতিপ্রবাহে বাধা দেওয়া হচ্ছে এমন গাপন সংবাদের ভিত্তিতে মৎস্য
বিভাগের সহযোগীতায় এক অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে মাছ শিকারের
খলসুন, ধিয়াল, খাইদন ও বাঁশসহ বিভিন্ন উপকরন জব্দ করে ধ্বংশ করা হয়। অভিযান চলাকালে
সেখানে মৎস্য কর্মকর্তা ইরিনা মৌসুমী উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার
(ভূমি)ফারজানা খানম বলেন, এ ধরনের অভিযান অব্যহত রাখা হবে।