সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় সাময়িক বরখাস্ত সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। আসামি পক্ষের আইনজীবী জানান, একই ঘটনায় হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন আরিফুল হক চৌধুরী।
তবে বিস্ফোরক মামলাটি হবিগঞ্জ থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। কিন্তু, পলাতক আসামিদের বিষয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেয়ার জন্য মামলাটি পুনরায় হবিগঞ্জে স্থানান্তর করা হয়েছে।