মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের লালপুর উপজেলার এবি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্থগীত শ্রীরামগাড়ী
ভোট কেন্দ্রের ভোটে আওয়ামীলীগের প্রার্থী আব্দুস সাত্তার চেয়ারম্যান
নির্বাচিত হয়েছেন। সোমবার পুনরায় ঐ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা বেগম জানান, স্থগীত কেন্দ্রের
পুন:নর্বিাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী আব্দুস সাত্তার নৌকা
প্রতিকে ভোট পেয়েছেন ৬শ ৯৫ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সতন্ত্র প্রার্থী
মতিউর রহমান আনারস প্রতিকে পেয়েছেন ১শ ২৬ ভোট । ৩০ মার্চ অনুষ্ঠিত
ভোটের ফলাফল যোগ করে আব্দুস সাত্তার ৩ হাজার ৯শ ১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মতিউর রহমান
পেয়েছেন ২ হাজার ৯শ ৭৫ ভোট। এ ছাড়া হাবিবুর রহমান ৪শ৭২ ভোট পেয়ে
সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জিয়াউর রহমান
পেয়েছেন ৩শ ৫৯ ভোট। সম্মিলিত ফলাফলে সাথী বেগম (মাইক প্রতিক) ১হাজার
৯শ ৮৭ ভোট পেয়ে সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম
প্রতিদ্বন্দ্বি রোকসানা খাতুন (তালগাছ প্রতিক) পেয়েছেন ৬ শ ৩৮ ভোট।