আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে শীত কালীন শবজির বাজারে সরবরাহ বাড়লেও দাম
কমছেনা কিছুতেই। সাধারন কৃষকের নাগালের বাহিরে চলেছে। পাইকারী ও
খুচরা বাজারে সব ধরনের সবজির দাম ব্যাপক হারে বেড়ে চলছে। উপজেলার
বিভিন্ন বাজার ঘুরে দেখাগেছে টমেট ১৪০ টাকা কেজি,ফুল কপি ৮০
টাকা কেজি, বরবটি ৪০ টাকা কেজি,পটল ৩২ কেজি, বেগুন ৪০ টাকা
কেজি,শসা ৫০ টাকা কেজি, মুলা ৩০ টাকা কেজি,সিম ১০০ টাকা কেজি,
লাউ প্রতিটি ২৫ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা পিচ, আলূ ২৬ টাকা
কেজি, ভারতীও পিয়াজ ২০ টাকা কেজি, দেশি পিয়াজ ৩৬ টাকা কেজি, দেশী
কাঁচা মরিচ সরবরাহ কম ১২০ টাকা কেজি, সবুজ শাক,লাল শাক, লাউ শাক,
পালন শাক, অন্য যে কোন সময়ের চেয়ে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে। ধনে পাতা ১
শত গ্রাম ৩০ টাকা, ছোট রুই, মৃগা, বাটা, অন্যন্য মাছ প্রকার ভেদে বিক্রি
হচ্ছে ১৫০ টাকা কেজি, ১ কেজি ওজনের রুই ৩০০ টাকা, ১ কেজি ওজনের
কাতলা ৪০০ টাকা. পাঙ্গাশ ১২০ টাকা কেজি, তেলা পুয়া ১৪০ টাকা কেজি,
বিদেশী মাগুর ১২০ টাকা, দেশী প্রজাতী মাছ বাজারে পাওয়া না গেলেও তবে
পাওয়া যাচ্ছে ভুরই যাকে আমাদের এলাকার ভাষায় বলা হয় গড়াই ১৬০ টাকা
কেজি, পুটি ১৬০ টাকা কেজি, ডারকা, ১৬০ টাকা কেজি, খলসা ১২০
টাকা কেজি, কয়েক জন মাছ ক্রেতাদের সঙ্গে আলাপ করলে তারা জানান, বাজার
মনিটরিং না থাকায় সাধারন ক্রেতারা শাকসজি থেকে শুরু করে মাছ মাংশ সব
ধরনের পন্য অধিক দামে কিনতে বাধ্য হচ্ছে।