মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া মহাসড়কের মহলাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। তাঁরা হলেন রাজনগর উপজেলার প্রেমনগর এলাকার আলম মিয়া (৪০), জুড়ী উপজেলার কুশাইল এলাকার আজাদ মিয়া (৪৫) ও অটোরিকশার চালক শাহীন আহমদ (২৫)।
আহত দুজনও অটোরিকশার যাত্রী। তাঁরা হলেন আবদুল আলী (৪৫) ও কয়েস মিয়া (৩০)। তাঁদের সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে দুজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে কাউকে পাওয়া যায়নি। গাড়িটির চালকও পলাতক।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, সকালে এ দুর্ঘটনা ঘটে