শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার ঐতিহ্যবাহি সংগঠন
সুরবানী সংসদের ৭ জন কৃতি নৃত্য শিল্পী দেশব্যাপী বিষয় ও বয়স ভিত্তিক
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় সেরা দশের মধ্যে স্থান লাভের গৌরব অর্জন
করেছে।
লোক নৃত্য একক, সৃজনশীল একক এবং দলীয় মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং লোক
নৃত্যে তারা এই কৃতিত্ব অর্জন করে। তারা হচ্ছে লোক নৃত্যে একক
তাসলিমা আকতার, সাধারণ নৃত্যে একক তমালিকা, সাধারণ, লোক একক
এবং দলীয় মুক্তিযোদ্ধা ভিত্তিক ও লোক নৃত্যে অনুরাগ আকন্দ ফাহিম ও
সেজ্যোতি। এছাড়া একক লোক নৃত্যে, দলীয় মুক্তিযুদ্ধ ভিত্তিক ও লোক নৃত্য
দলীয় তে কৃতিত্ব অর্জন করেছে সুবহ্ধসঢ়;া। দলীয় মুক্তিযুদ্ধ ভিত্তিক ও লোক
নৃত্যে মিমতা ইসলাম ও অর্থি।
তারা সবাই গাইবান্ধার ঐতিহ্যবাহি সংগঠন সুরবানী সংসদের ছাত্র। তারা
সংস্থার গুণী নৃত্য প্রশিক্ষক রবিউল ইসলাম স্বপনের কাছে নৃত্যে প্রশিক্ষণ
গ্রহণ করে।
বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে
ঢাকাস্থ শিল্পকলা মিলনায়তনে ৩১ অক্টোবর সোমবার এই প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ২ হাজার নৃত্য শিল্পী বিভিন্ন বিষয়ে এতে অংশ
গ্রহণ করে। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু
আনুষ্ঠানিকভাবে বিজয়ী নৃত্য শিল্পীদের সনদপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান
করেন।