মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
মঙ্গলবার বিকেলে নাটোরের লালপুর উপজেলা চকনাজিরপুর বাজারে নিষিদ্ধ ঘোষিত
এক্সএল সুপার তরল সার বিক্রির অপরাধে বাবুল হোসেন নামের এক সার ব্যবসায়ীকে
১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী আফিসার ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত। সে ঐ গ্রামের মৃত বদরুদ্দোজার
ছেলে।
জানা গেছে, ২০১৪ সালের সরকার এসিআই কোম্পানির এক্সএল সুপার তরল সার
উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষনা করেন। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বাবুল
হোসেনের সারের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলা
কৃষি অফিসার হাবিবুল ইসলাম খান সহ কৃষি বিভাগের অন্যন্য কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।