আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর
উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শাহজাহান
আলী (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় আহত
হয়েছেন অন্তত ১০ জন।
আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, বালিয়াডাঙ্গী ও
রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় ওই উপজেলার গেদুরা ইউনিয়নের উত্তর
সোনামতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মোনামতি গ্রামের
শাহজাহান আলীর সঙ্গে জামাল উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল।
বৃহস্পতিবার সকালে ওই বিরোধপূর্ণ জমির ধান কাটতে যায়
শাহজাহান আলীর লোকজন। এসময় প্রতিপক্ষ জামাল বাঁধা দেয়। এক
পর্যায়ে জামাল সহ তাঁর লোকজন ধারালো অস্ত্র কুপিয়ে
শাহজাহান সহ তাঁর পরিবারের সদস্যদের জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর
হাসপাতাল, বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাহান আলী
মারা যায়।
হরিপুর থানার ওসি রুহুল কুদ্দস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।