মোঃ রুহুল আমীন, আত্রাই (নওগাঁ:
প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্বাবধায়নে ধান ক্ষেতের পোকা নিধনের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর ব্লকে রোপা আমন ধানে ক্ষতিকর পোকার উপস্থিতি ও সনাক্ত করার উদ্দেশ্যে আলোক ফাঁদ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোস্তফা নুরুল ইসলাম, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শরিফুল ইসলাম, ভবানীপুর ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ শফি উদ্দিন, এসিআই ফ্লোরা আত্রাই উপজেলা এমডিও আল মাহমুদ, শাহাগোলা ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য মোঃ মোসলেম উদ্দিন
আহম্মেদ, কৃষক আবু কালাম, আচকান আলী, আব্দুল মজিদ মোল্লা, লতিফ প্রমূখ। এ সময় আত্রাই উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃমোস্তফা নূরুল ইসলাম বলেন, কৃষকদের বাড়তি খরচ বাঁচানো এবং ভালো ফসল পাওয়ার উদ্দেশ্যে আমরা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এটি আমাদের চলমান কার্যক্রম। এ পদ্ধতি ব্যবহার করে কৃষকরা খুব সহজেই ধানের ক্ষেতে
পোকামাকড়রে বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেন। সবচেয়ে বড় কথা কৃষকরা যদি এই পদ্ধতিটি আমন মৌসুমে অব্যাহত রাখেন তাহলে একদিকে তাদের ধান উৎপাদনে খরচ কম হবে এবং অপরদিকে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে।