গুরুদাসপুর প্রতিনিধি.
আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে চলনবিলের প্রাণকেন্দ্র নাটোরের গুরুদাসপুর উপজেলার বুক চিরে
বয়ে যাওয়া নন্দকুজা নদীতে মহা ধুমধামে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে গুরুদাসপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলীর
নেতৃত্বে পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সম্পাদকের সার্বিক তত্বাবধানে
নন্দকুজা নদীতে ওই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। মোট ২৫টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ
করে। এর মধ্যে ১ম স্থান অধিকার করে আ.লীগ নেতা পৌর কাউন্সিলর একরামুল হক একটি ফ্রিজ, ২য়
স্থান অধিকার করে তারই সহোদর এহসানুল হক একটি ২১ ইঞ্চি রঙ্গিন টিভি ও ৩য় স্থান অধিকার করে
মো. মামুন একটি ১৪ ইঞ্চি টিভি পুরস্কার পেয়ে আনন্দ মিছিল করেন। এছাড়াও গুরুদাসপুর ব্রীজ
থেকে চাঁচকৈড় ব্রীজ পর্যন্ত আধা কিলোমিটার জুড়ে নৌকা বাইচ প্রতিযোগিতায়
অংশগ্রহণকারী প্রত্যেক নৌকা মালিককে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিতরন করেন
পৌর মেয়র শাহনেওয়াজ আলী। নদীর দুইপাড়ে হাজার হাজার উৎসুক দর্শকের উপচে পড়া ভীর এবং তাদের
মূহুর্মূহু করতালি নৌকা বাইচকে প্রাণবন্ত করে তোলে।
এ সময় উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আলাল শেখ, উপজেলা মহিলা আ.লীগ সভানেত্রী ও
মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার মিতা, আ.লীগ নেতা আনোয়ার হোসেন, আইয়ুব আলী,
১নং ওয়ার্ড আ.লীগ সভাপতি ও সম্পাদক আবুল কাশেম মোল্লা ও সেলিম শাহ পাষান, ২নং ওয়ার্ড
আ.লীগ সভাপতি পৌর কাউন্সিলর একরামুল হক একরা ও সম্পাদক আব্দুল মালেক এবং ৩নং ওয়ার্ড
আ.লীগ সভাপতি আতাহার সরদার ও সম্পাদক মঈনুল সরদার। ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার নারী-পুরুষ
দর্শক উপস্থিত ছিলেন। নৌকা বাইচের ধারা বিবরনীতে ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক
কামরুজ্জামাল মিলন।