নাটোর প্রতিনিধি,
আজ ২২ জুন উত্তর বঙ্গের বিশিষ্ট আখচাষী নেতা শহীদ কমরেড আব্দুস সালামের ২৪তম
মৃত্যু বার্ষিকী । ১৯৯২ সালের ২২জুন সকালে তাকে নাটোরের লালপুর উপজেলা নর্থ বেঙ্গল
সুগার মিলের ২নং গেটের সামনে প্রকাশ্য দিবালোকে গুলিকরে হত্যা করা হয় । এই
ঘটনায় আদালতে মামলা দায়ের হয় কিন্তু দির্ঘ ২৪ বছরেও এই হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
শেষ হয়নি । সাক্ষ্য দিতে না আসার কারণে তিন বছর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও
দুই চিকিৎসকের নামে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয় । তারপরেও তারা সাক্ষ্য দিতে
আসেনি । নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত সূত্রে জানা যায়, আব্দুস সালামকে
হত্যার ঘটনায় তাঁর ভাই আব্দুস সামাদ বাদী হয়ে লালপুর থানায় মামলা করেন । মামলাটি
পরবর্তীতে চাঞ্চল্যকর মামলা হিসেবে তালিকাভুক্ত হয়। তদন্ত শেষে লালপুর থানার তৎকালীন
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেহাদুল আলম ১৩জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র
দাখিল করেন । ১৯৯৭ সালের ২৭ মে বাদীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। ওই
বছর আরও আট জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে ১৯৯৮ সালে একজনের ও ২০১২ সালে আরও
তিন জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর গত চার বছরে আর কেউ আদালতে সাক্ষি দিতে
আসেননি । অবশেষে ২০১৩ সালের ১৯ জানুয়ারী সাক্ষ্য দিতে আদালতে হাজির হওয়ার জন্য
মামলার তদন্তকারী কর্মকর্তা জেহাদুল আলম ,চিকিৎসক আব্দুল মান্নান,তৌফিকুল
ইসলামের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারীর নির্দেশ দেন । কিন্তু তাঁরা আদালতে
হাজির হননি । সর্বশেষ গত ৩ জানুয়ারী তাঁদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করার
জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত । এই ব্যাপারে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
দেওয়া হলেও পুলিশ তাঁদেরকে আদালতে হাজির করতে পারেনি । ফলে সর্বশেষ গত সমবার
(৭মার্চ) নির্ধারিত তারিখে ও তাদের সাক্ষ্য গ্রহণ করা সম্ভব হয়নি । এই অবস্থায়
আদালত সাক্ষ্য গ্রহণের জন্য আবারও সরকার পক্ষকে সময় দিয়েছেন । এভাবেই গত ২৪ বছর
ধরে মামলাটির বিচার ঝুলে আছে। করে নাগাদ এই মামলার রায় হবে তা কেউ জানেন না ।
উল্লেখ্য কমরেড আব্দুস সালাম উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতির সম্মানিত সদস্য
বাংলাদেশ আখচাষী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ওয়ার্কাস পাটির
কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। শহীদ কমরেড আব্দুস সালামের ২৪তম মৃত্যু বার্ষিকী
উপলক্ষে উত্তর বঙ্গ আখচাষী সমিতিও বাংলাদেশ ওয়ার্কাস পার্টি লালপুর উপজেলা শাখার
উদ্যোগে বুধবার সকালে শহীদ আব্দুস সালামের স্মরণসৌধে পু®পস্তবক অর্পণ
,দিনব্যাপি কোরআন খানী ও আলোচনা সভার আয়োজন করেছে।