মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃঃ- নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী জনতা ব্যাংকের অর্থ আত্নসাতের মামলায় ফেনী জেলার পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুক্রবার বেলা দুপুরে রংপুর শহরের কাচারী বাজার এলাকা থেকে কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।দুদক জানায়, রেজাউল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী জনতা ব্যাংকের শাখার ব্যবস্থাপক থাকাকালে তার বিরদ্ধে দুই কোটি ১৪ লাখ ৬১ হাজার টাকা আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে।টাকা আত্নসাতের পর রেজাউল ইসলাম ব্যাংকের চাকুরী ছেড়ে দিয়ে পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক হিসাবে যোগদান করেন।
> জনতা ব্যাংকে চাকুরীকালীন সময় তার বিরুদ্ধে অর্থ আত্নসাতের এ ঘটনার তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেলে চলতি বছরের ২ জুন দুদকের দিনাজপুর সমন্বিত জেলা ইউনিট নীলফামারীর আদালতে তার বিরুদ্ধে অর্থ আত্নসাতের মামলা দায়ের করেন।রংপুর কোতয়ালী থানা পুলিশের এসআই মজনু মিয়া জানান, সাপ্তাহিক ছুটিতে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর)ফেনী থেকে তার নিজ বাড়ি রংপুর নগরীর তাজহাটে আসেন রেজাউল।আর সোর্সের দেয়া গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত রেজাউলকে নীলফামারীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও বিষয়টি নিশ্চিত করেন তিনি।