মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে রিংকি (২০) নামের এক নবকধু বাসর ঘরে
আতœহনন করেছে। শনিবার ভোর রাতে দক্ষিন ইসলামপুরে আমির হোসেনের বাড়ীতে
এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রেজানাযায়, দক্ষিন ইসলামপুর গ্রামের আমির
হোসেনের ছেলে নাহিদ (২৫) এর সাথে একই গ্রামের নদীরপাড় এলাকার আলাউদ্দিন
এর মেয়ে রিংকির সাথে প্রেমের সম্পর্ক হয়। প্রায় ৭ মাস পূর্বে রিংকি
প্রেমের টানে নাহিদের বাড়ীতে চলে আসে।তখন স্থানীয়রা তাদের বিয়ে দিয়ে দেন।
সেই থেকে রিংকি নাহিদের বাড়ীতেই থাকতো। গত- শুক্রবার ৪ নভেম্বর দুই পরিবারের
ইচ্ছায় পারিবারিকভাবে বিবাহ অনুষ্টানিকতা সম্পন্ন হয় তাদের। ভোর রাতে কি
কারনে মেয়েটি বাসর ঘরে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আতœহত্যা করেছে
সেটি উভয় পরিবারের কারো জানা নেই। এমনটাই জানিয়েছেন উভয় পক্ষের স্বজনরা।
এদিকে বিয়ের আমেজ না কাটতেই দুই পরিবারে চলছে শোকের মাতম।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইউনুচ আলী জানান,
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্তহত্যা । লাশ ময়না তদন্তের জন্য
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।