নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে সাইফুল
ইসলাম(১৬) নামে এক কিশোরকে রাতভর আটকে রেখে নির্যাতন চালিয়েছে বলে
অভিযোগ পাওয়া গেছে ।
সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে ।
নির্যাতিত সাইফুল ইসলাম মাছিমপুর এলাকার আলী হোসেনের ছেলে ।
সাইফুল ইসলামের মা শাহনাজ বেগম জানান, সোমবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে
মাছিমপুর এলাকার জজ মিয়ার বাড়ির সামনে থেকে পরিকল্পিতভাবে সাইফুল
ইসলামকে রা ̄Íায় একা পেয়ে হালিম, মোবারক, শফিকুল ইসলাম, ইউনুস, ফজলুসহ
আরো অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অ ̄¿শে ̄¿ স৩ি⁄৪ত হয়ে সাইফুলের পথরোধ করে। কিছু
বুঝে উঠার আগেই সাইফুল ইসলামের চোখ মুখ বেধে মীরগদাই সাকিন ̄’
কবর ̄’ানের কাঠ বাগানের নির্জন ̄’ানে নিয়ে যায় । সাইফুল ইসলামকে হত ̈ার
উদ্দেশে ̈ এলোপাতারিভাবে পিটিয়ে ̧রুতর আহত করে । এক পর্যায়ে সন্ত্রাসী
হালিম ও শফিকুল আলম তাদের হাতে থাকা রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে ও পায়ের
হাটুতে পেরেক ঢুকিয়ে র৩া৩ জখম করে । এছাড়া সন্ত্রাসী হালিম তার হাতে থাকা
জলন্ত সিগারেট দিয়ে সাইফুল ইসলামের সারা শরীরে আগুনের ছেকা দেয় । সাইফুল
ইসলামকে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায় । ̄’ানীয় লোকজন তার গোংরানোর শব্দ
শুনিয়া সাইফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা ̄^া ̄’ ̈ কমপ্রে∙ে ভর্তি করেন। এ
ব ̈পারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন এ ধরনের একটি
অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব ̈ব ̄’া নেয়া হবে