শনিবার সকালে রাজধানীর মিরপুরে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের একটি সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন কমিশনার।
মো. আছাদুজ্জামান মিয়া বলেন, নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি চেয়ে বিএনপির কোনো লিখিত আবেদন এখনও পাইনি। পেলে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপিসহ বেশ কয়টি দল সেখানে (সোহওয়ার্দী উদ্যান) ৭ নভেম্বর সমাবেশ করার আবেদন করেছে। সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে সেখানে কাউকে অনুমতি দেওয়া হয়নি।’
বিএনপি আবেদন করলে সমাবেশের অনুমতি দেওয়া হবে কি না জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, আবেদন পেলে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত জানানো হবে।