ঝালকাঠি সংবাদদাতাঃ-রাজাপুরের কৃষক ইব্রাহিম হত্যা মামলার এক
আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর
রাজাপুর উপজেলার সাকরাইল গ্রামের মো: বশিরের ছেলে। ঢাকার
আমিন বাজার থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার রাতে ঝালকাঠিতে
আনা হয়েছে। পুলিশ জানায়, গত ১১ অক্টোবর রাতে রাজাপুর উপজেলার
সাকরাইল গ্রামের কৃষক ইব্রাহিম বাজার থেকে বাড়ি ফেরার পথে
নিখোঁজ হন। ২দিন পর ১৩ অক্টোবর তার ক্ষত-বিক্ষত মৃতদেহ সাকরাইল
গ্রামের আশ্রাব আলীর বাগানের ভেতরে থেকে উদ্ধার হয়। এ ঘটনায়
নিহতের ছেলে ইলিয়াস খা বাদি হয়ে ১৩ অক্টোবর রাজাপুর থানায়
হত্যা মামলা দায়ের করেছিলেন। পুলিশ মামলা দায়েরের পর গফফর সিকদার ও
সিদ্দিক সিকদার নামের ২ জনকে গ্রেপ্তার করে। তাদের দেয়া তথ্যে
খুনের সাথে জড়িত অভিযোগে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ
আরও জানিয়েছে, গ্রেপ্তার জাহাঙ্গীর ভাড়াটিয়া খুনি। সে হত্যা ও
ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে রাজাপুর
ও ঝালকাঠি থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।