বাংলার প্রতিদিন, ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় নিজের বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণ করতে পারলে পদ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক।রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ডাকবালোয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।মন্ত্রী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাণ্ডবের পর হিন্দুদের আমি ‘মালাউনের বাচ্চা’ বলিনি। এটা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত। আমি এ ধরনের কথা বলেছি, কেউ প্রমাণ করতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেব।’ এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভীতি সঞ্চার হয়, এমন সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ