রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার উত্তর আলীপুর গ্রামের
মামলার বাদিনী নুরজাহান বেগমকে প্রতিপক্ষের চিহ্রিত দুষ্কৃতিকারীদের অব্যাহত হুমকিতে বাড়ী চেড়ে অণ্যত্রে পালিয়ে
বেড়াচ্ছেন।সৃষ্ট ঘটনায় নুরজাহান জানান গত ১৮ই অক্টেম্বর তিনি একই বাড়ীর চাচাতো ভাই আব্দুস সাত্তার,বাবুল মিয়া,মো: আলমের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে ৭ধারা ও দেওয়ানী আদালতসহ ২টি মামলা রুজু করেন। আদালত থেকে
মামলার নোটিশ পেয়ে বিবাদীপক্ষের চিহ্রিত দুষ্কৃতিকারীরা মামলা তুলে নেওয়ার জন্য হতদরিদ্র নুরজাহানকে হুমকি-ধমকি দেয়। সৃষ্ট ঘটনায় গত ২০শে অক্টেম্বর রাত সাড়ে ১১টায় নুরজাহান বেগমকে তার বসতঘরে প্রবেশ
করে বেদম মারধর করে বাড়ি থেকে বের করে বসত ঘরে তালা জুলিয়ে দেয় প্রতিপক্ষের দুষ্কুতি মহল। এ সময়ে স্বজনেরা তাকে লক্ষ্মীপুর স্বাস্থ্যকমপ্লেক্য ভর্তি করালেও বাদীপক্ষের হুমকিতে তিনি বাড়ি যেতে পারেনি। পতিপক্ষের ভয়ে
তিনি অণ্যত্রে পালিয়ে মানবেতর জীবনযাপন করে।অভিযুক্ত আব্দুস সাত্তার জানান নুরজাহানের ওয়ারিশ সম্পত্তি তারা ক্রয়সুত্রে
মালিক হয়। মিথ্যা মামলা দিয়ে নুরজাহান তাদেরকে হয়রানী করছে।থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান
নুরজাহানকে মারধর ঘটনাটি কেও তাকে জানায়নি। বিষয়টি তিনি তদন্ত করে অপরাধীকে শাস্তির আশ্বস্থ করেন।