সেলিম হায়দার,তালাঃ
সাতক্ষীরার তালায় সাংবাদিকদের ঐক্য করতে উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক
পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট “সাংবাদিক ঐক্য পরিষদ গঠন” করা
হয়েছে। সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবুন্দ ও তালায় কর্মরত সক্রিয় সাংবাদিকরা
সোমবার সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার ও তালা প্রেস ক্লাবের প্রধান
পৃষ্ঠপোষক মোঃ ফরিদ হোসেনের সাথে এক সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় সভায়
মিলিত হন। ৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে দৈনিক গ্রামের কাগজ ও আমাদের
অর্থনীতি পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি মীর জাকির হোসেন কে আহবায়ক এবং
দৈনিক মানবজমিন ও পত্রদূতের মোঃ আব্দুল জব্বার সরদারকে কমিটির সদস্য সচিব
মনোনিত করা হয়েছে। এছাড়া দৈনিক সময়ের খবর ও সংগ্রামের এমএ ফয়সাল, দৈনিক
ইত্তেফাক ও জন্মভূমি পত্রিকার গাজী জাহিদুর রহমান, দৈনিক ভোরের কাগজ ও কাফেলার মোঃ
নজরুল ইসলাম, দৈনিক সংবাদ ও প্রবাহ পত্রিকার বিএম জুলফিকার রায়হান এবং দৈনিক
সকালের খবর ও স্পন্দনের তপন চক্রবর্তীকে উক্ত কমিটির সদস্য মনোনিত করা হয়।
এরআগে রোববার রাতে তালায় কর্মরত সকল সক্রিয় সাংবাদিকদের একিভূতকরণ করার
উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে দৈনিক গ্রামের কাগজ ও আমাদের অর্থনীতি পত্রিকার
তালা উপজেলা প্রতিনিধি মীর জাকির হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা করে।
উক্ত সভায় দৈনিক মানবজমিন ও পত্রদূতের মোঃ আব্দুল জব্বার সরদার, দৈনিক সময়ের খবর ও
সংগ্রামের এমএ ফয়সাল, দৈনিক ইত্তেফাক ও জন্মভূমি পত্রিকার গাজী জাহিদুর রহমান,
দৈনিক ভোরের কাগজ ও কাফেলার মোঃ নজরুল ইসলাম, দৈনিক দিনকাল,তথ্য ও দক্ষিনের
মশাল’র মোঃ সেলিম হায়দার,দৈনিক সংবাদ ও প্রবাহ পত্রিকার বিএম জুলফিকার রায়হান,
দৈনিক সকালের খবর ও স্পন্দনের তপন চক্রবর্তী, দৈনিক আমার দেশ পত্রিকার জয়দেব চক্রবর্তী,
দৈনিক সত্যপাঠের সব্যসাচী মজুমদার বাপ্পি, দৈনিক জনতা ও দক্ষিণাঞ্চল প্রতিদিন
পত্রিকার অর্জুন বিশ্বাস, দৈনিক পত্রদূত ও সুবর্ণভূমি পত্রিকার মোঃ ইলিয়াস হোসেন,
প্রজন্মের ভাবনার সুমন রায়, দৈনিক লোকসমাজের ফিরোজা রহমান শিমু, দৈনিক
প্রবর্তনের সেকেন্দার আবু জাফর বাবু, দৈনিক সাতনদীর মোঃ আকবর হোসেন, আলোর
পরশ ও সোনার বাংলার মোঃ নূর ইসলাম, দৈনিক যুগের বার্তা ও যশোরের মোঃ জাহাঙ্গীর
হোসেন, দৈনিক নওয়াপাড়ার আছাদুরজামান রাজু, দৈনিক অর্নিবাণের কাজী আরিফুল
হক ভুলু,দৈনিক দৃষ্টিপাতের রফিকুল ইসলাম, দৈনিক দেশ সংযোগের মশিয়ার রহমান
প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তালায় কর্মরত সকল সক্রিয় সাংবাদিকরা সম্প্রতি তালা উপজেলা নির্বাহী
অফিসার ও তালা প্রেস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ ফরিদ হোসেনের নিকট সকল
সাংবাদিকদের একিভূতকরণের উদ্যোগ গ্রহণের জন্য একটি আবেদন করেন।