বাংলার প্রতিদিন ঃ
সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজী আহমেদ চৌধুরী হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ আহাদ আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এ এস টি মিজানুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।
মিজানুর রহমান জানান, আহাদ আলীকে মিরপুরের পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। আজ বেলা ১১টায় কারওয়ান বাজারের বিএসইসি ভবনে র্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।