মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর ব্যুরো প্রধান ॥
নাটোরের লালপুর উপজেলায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটা ব্যাস্ত সময় কাটাচ্ছে এই
অঞ্চলের কৃষককুল । বাংলাদেশের মানচিত্রে সবচেয়ে উচু ও কম বৃষ্টিপাতের অঞ্চল লালপুর থানা।
তাই এই অঞ্চলের কৃষকের একমাত্র ভরোসা বর্ষা মৌসুমের রোপা আমন ধানের চাষ । আর
এই বছর অগ্রীম বর্ষা হওয়ায় এই অঞ্চলের কৃষকগণ অধিক হারে রোপা আমন ধানের চাষ
করেছে। আর সময় মতো বৃষ্টি পাত হওয়ায় এই বছর রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে
। লালপুর উপজেলার মাঠ জুড়ে কৃষকের রক্ত ঝরা সোনালী রোপা আমন ধান কাটায় ব্যাস্ত
সময় কাটাচ্ছে এই অঞ্চলের কৃষককুল । ভোর রাত থেকে শুরু করে অধেক রাত পর্যন্ত চলে এই
ঐতিহ্য বাহি ধান কাটা । কৃষকরা মনের সুখে ভাটিয়ালী ,জারি গন গায় আর ধান
কাটে । সারা দিন রোদে পুরে ধান কাটে আর রাত ভোর সেই ধান মারড়াই করে গৃহস্তের
গোলা ভর্তি করে। এই ধান কাটাকে ঘীরে প্রতিটি গৃহস্তের বাড়িতে বিরাজ করছে
ব্যাস্ততম পরিবেশ । প্রতিটি পরিবারের ছোট বড় সবাই নতুন ধান তোলায় ব্যাস্ত হয়ে
পরেছে । গৃহীনীরা রান্নার করছে , কেও বা নতুন ধান শুকাচ্ছে , কৃষকেরা মাঠ থেকে
ধান বয়ে আনছে আবার বাড়ির উঠানে সেই ধান মাড়াই করছে এই ভাবে প্রতিটি
পরিবারের মাঝে যেন দম নেওয়ার সময় নেই । আর মাঠ জুড়ে এক উৎসব মুখর পরিবেশ যে
দিকে তাকাই শুধু সোনালী ধান আর ধান যেন সবুজের মাঝে স্বর্ণের সমারহ। তাই
আমিও বলতে চাই লালপুরের বুক জুরে জন্ম নিয়েছে কৃষকের স্বপন্নের সেই সোনালী
ধান যার মাঝেই রয়েছে তার প্রাণ । মাঠের এপাশ ও পাশ যেদিকেই তাকাই দু চোখ
জুরিয়ে যায়। কৃষকেরা মাথাই গামছা বেঁধে হাতে কাঁচি নিয়ে দল বেঁধে কাটছে
সোনালী ধান আর গাইছে কৃষকের সেই ভাটিয়ালীও জারি গান যেন প্রাণ জুড়িয়ে